কলকাতা ব্যুরো: স্বাধীনতা দিবসে করোনা ভাইরাসও নিজের ইচ্ছে মতো দাপাচ্ছে। দেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও আজ সংক্রমণে রেকর্ড। দৈনিক সংক্রমণকে ভিত্তি ধরলে ভারত এখন একনম্বরে। গত চার দিন ধরে এই স্থান ধরে রেখেছে ভারত। বরং সংক্রমণ রোজ বাড়ছে এদেশে এবং এরাজ্যে।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৩,০৭৪ জন। শুক্রবারের চেয়ে বৃদ্ধি খুব বেশি না হলেও গ্রাফ ঊর্ধ্বমুখী। দৈনিক মৃত্যুর সংখ্যায় কলকাতা আবার ২১-এ পৌঁছে গিয়েছে আজ। সারা রাজ্যে সংখ্যাটা ৫৮। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতায় আজ আক্রান্ত ৬৭১ জন, উত্তর ২৪ পরগনায় ৬৪২। সংক্রমণ কার্যত পাল্লা দিয়ে প্রায় সমানে সমানে বাড়ছে পাশাপাশি এই দুই জেলায়। রাজ্যে এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১,১৩,৪৩২ হয়ে গেল। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২,৩৭৭। রাজ্যে আজ পর্যন্ত করোনা মুক্ত মানুষের সংখ্যা হল ৮৩,৮৩৬।

স্বাধীনতা দিবসে সংক্রমণ মুক্তের তকমা পেলেন ২,৬৪৭ জন। ফলে রাজ্যে আজকেও করোনা পজিটিভ রয়ে গেলেন ২৭,২১৯ জন। এঁরা এখন চিকিৎসাধীন। সুস্থতার হার আজ ৭৩.৯১। এই হারটাই সবচেয়ে স্বস্তির কারণ। সংক্রমণ যেমন বাড়ছে, পশ্চিমবঙ্গ সরকার তেমনই করোনা টেস্টের গতি তীব্র করছে। আজ রেকর্ড সংখ্যক করোনা টেস্ট হয়েছে রাজ্যে। সংখ্যাটা ৩৪,২১৪। এতে পজিটিভিটির হার অর্থাৎ প্রতি ১০০ টেস্টে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও এই বৃদ্ধি খুব বেশি নয়। আজ এই হার ৮.৮৪।

Share.
Leave A Reply

Exit mobile version