কলকাতা ব্যুরো: দেশে করোনার দৈনিক সংক্রমণে কোন রাশ নেই। আজ নিয়ে পরপর তিনদিন রোজ সংক্রমণ ৫০ হাজারের কাছাকাছি। আজ সংখ্যাটা ৪৮,৬৬১। এভাবে চললে প্রতি ২ দিনে ১ লক্ষ সংক্রামিত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোট আক্রান্ত এখন ১৪ লক্ষের কাছাকাছি। এখন সংখ্যাটা ১৩,৮৫,৫৫২। আজ রাতের মধ্যে ১৪ লক্ষ হয়ে যাবে। একদিনে মৃত্যু ৭০৫ জনের। এ দিকে বৃহস্পতিবার এ রাজ্যে মৃত্যু রেকর্ড করে ফেলেছে। একদিনে মৃত ৪২। নতুন রেকর্ড সংক্রমণেও। একদিনে ২৪০৪। কলকাতায় ৭২৭, উত্তর ২৪ পরগনায় ৫২৪। কলকাতায় মোট সংক্রমণ সাড়ে ১৭ হাজার ছাড়িয়ে গেল। উত্তর ২৪ পরগনায় সাড়ে ১১ হাজারের বেশি। কলকাতায় আজ মৃত্যু ১১ জন, উত্তর ২৪ পরগনায় ১২।

Share.
Leave A Reply

Exit mobile version