কলকাতা ব্যুরো: একদম এক জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সংক্রমণ। মঙ্গলবার দৈনিক আক্রান্তের পরিসংখ্যান ছিল ২,৯৬৪। বুধবারও সংখ্যাটা একদম এক। স্থিতাবস্থা দৈনিক মৃত্যুতেও।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। সংক্রমণে রাশ পড়লেও কলকাতায় দৈনিক মৃত্যুর গ্রাফটা ওপরের দিকেই আছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃতের সংখ্যা ১৯। আক্রান্ত ৫৫৪। উত্তর ২৪ পরগনায় অবশ্য দুটো পরিসংখ্যানই নিম্নমুখী। আক্রান্ত ৫১২। সেই তুলনায় এই জেলায় সুস্থ হয়েছেন অনেক বেশি। সুস্থের সংখ্যা ৭০০। এই জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সামগ্রিক ভাবে সুস্থতার হার আজ ৮০ শতাংশের কাছাকাছি। ৭৯.৭৫ শতাংশ। এই কারণে রাজ্যে মোট আক্রান্ত ও মোট সংক্রমণ মুক্তের সংখ্যায় ফারাক মাত্র মোটামুটি মাত্র ৩০ হাজার। বুধবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৪৭,৭৭৫ আর সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ১,১৭,৮৫৭। মোট মৃত্যু রাজ্যে এখনও ২,৯৬৪। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৫ জন।
দক্ষিণ ২৪ পরগনায় এই সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের। হাওড়ায় ৭, হুগলিতে ২, বাঁকুড়ায় ২, পশ্চিম মেদিনীপুরে ২, পূর্ব মেদিনীপুরে ১ ও নদিয়ায় ১।
কলকাতায় আজকেও আক্রান্তের চেয়ে সুস্থ বেশি। করোনা টেস্টে আজ নতুন রেকর্ড। একদিনে টেস্ট হয়েছে ৪০,০৩১ জনের। ফলে রাজ্যে মোট ১৬,৭৪,১৩৩ জনের করোনা পরীক্ষা হয়ে গেল।

Share.
Leave A Reply

Exit mobile version