কলকাতা ব্যুরো: “আনপ্রেডিকটেবল” করোনা। আনলক-৪ শুরু হওয়ার আগে সংক্রমণের বিরাট লং জাম্প দেশে। ৬৭ হাজারের গণ্ডি থেকে ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৭৫,৭৬০-এ।
সুস্থতার হার ভালো এবং মৃত্যুহার কম – এই যা রক্ষা। নাহলে দেশটা সংক্রমণে উজাড় হয়ে যেত। একদিনে ৭৫ লক্ষের বেশি সংক্রমণ সত্যিই মনে ভয়ের কাঁপুনি ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই সাড়ে ৭৫ হাজারের বেশি অঙ্কটার হাত ধরে দেশে মোট আক্রান্তের সংখ্যাটা ৩৩ লক্ষ পার হয়ে গেল। আজ লক্ষ্মীবার সাতসকালে মোট সংক্রমণ দেশে পৌঁছে গেল ৩৩,১০,২৩৪-এ।
এই সুবাদে সংক্রমণে বিশ্বে শীর্ষস্থানে থাকার রেকর্ড আজ ২১তম দিনেও অটুট থাকলো ভারতের। দৈনিক মৃত্যু আজ নিয়ে পরপর দুদিন হাজারের ওপর। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১,০২৩ জন। ফলে দেশে মোট মৃত্যু বৃহস্পতিবার পর্যন্ত ৬০,৪৭২।
মৃত্যুহার সামান্য কমে হয়েছে ১.৮২। সুস্থতার হার ৭৬.২৪। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে রেহাই পেয়েছেন ৫৬,০১৩ জন। ফলে দেশে সংক্রমণ মুক্তের সংখ্যা আজ পর্যন্ত ২৫,২৩,৭৭১।

Share.
Leave A Reply

Exit mobile version