কলকাতা ব্যুরো: আজ আবার করোনার হানাদারিটা সামান্য কম। সংক্রমণ মৃত্যু, দুটিই আগের দিনের চেয়ে সামান্য কম।
অবশ্য এতে স্বস্তির কোন কারণ নেই। দুটো সংখ্যাই ওপরের দিকে। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৩,৪৮৯। ফলে ২৪ ঘণ্টার মধ্যে মোট সংক্রমণ ২৫ থেকে প্রায় ২৬ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল রবিবার সকালে।
এখনও পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ২৫,৮৯,৬৮২। পরিসংখ্যান দেখে বোঝাই যাচ্ছে, আজ রাতের মধ্যে ২৬ লক্ষ পার হয়ে যাবে সংক্রমণ। এখন গড়ে দুদিনে সংক্রমণ এক লক্ষ বাড়ছে। আজ শনিবারের তুলনায় খানিকটা কম হলেও দৈনিক সংক্রমণে ভারত এই নিয়ে পরপর পাঁচদিন শীর্ষে রয়েছে। মৃত্যুর হার অবশ্য যথেষ্ট কম। আজ এই হার ১.৯২।
গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৯৪৪ জনের। ফলে ভারতে করোনায় মৃতের মোট সংখ্যা আজ পর্যন্ত ৪৯,৯৮০। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা আজ পর্যন্ত ১৮,৬২,২৫৮। গত ২৪ ঘণ্টায় নেগেটিভ হয়েছেন ৬৩,৪৮৯ জন।

Share.
Leave A Reply

Exit mobile version