কলকাতা ব্যুরো : বহরমপুর থানার চুয়াপুর , সুকান্তপল্লি এলাকায় এক ব্যাক্তি কোরোনা আক্রান্ত হন কয়েকদিন আগে। বিএওএইচযের পরামর্শে তিনি কয়েকদিন হোম কোয়ারান্টিনে ছিলেন। কিন্তু এদিন পাড়ার লোক জানতে পারে এবং সেই পরিবারকে পারা ছাড়া করার জন্য প্রায় ৩০ – ৪০ জন তাদের বাড়ি আক্রমণ করে বলে অভিযোগ। বাড়িতে ইট বৃষ্টি শুরু হয় এবং কেরোসিন ঢেলে গাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে উন্মত্ত জনতা। বাধ্য হযেই বহরমপুর থানায় ফোন করে আক্রান্ত পরিবার। থানা থেকে আইসি ঘটনাস্থল ঘুরে সবাইকে শান্তি বজায় রাখতে বলেন। কিন্তু আক্রান্তের ছেলে এবং পরিবার এখনও ভয়ে রয়েছে। আক্রান্তের ছেলের প্রশ্ন রাজ্যে যখন মহামারি আইন লাগু আছে তখন কি করে জনতা একত্রিত হয় এবং তাদের বাড়ি জ্বালিয়ে দেবার চেষ্টা করে ?

Share.
Leave A Reply

Exit mobile version