কলকাতা ব্যুরো: আবার করোনা সংক্রমণে বিশ্বে সবচেয়ে খারাপ জায়গায় আমেরিকা গত ২৪ ঘন্টায় ৯১ হাজার করোনা সংক্রমনের ঘটনা চিহ্নিত হয়েছে। আর এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ১০২১ জন। ৫০ টি রাজ্যের মধ্যে আমেরিকায় ৩৬ টি রাজ্যে গত দু’সপ্তাহে হু হু করে বাড়ছে সংক্রমণ। ভারতবর্ষে সংক্রমনের দ্বিতীয় ধাক্কায় গেল গেল রব উঠেছে। কিন্তু এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৫৪৮। অর্থাৎ আমেরিকার থেকে প্রায় অর্ধেক এ দেশে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়।
সবচেয়ে খারাপ অবস্থা মিছিগান, মিনেসোটা, নিউ জার্সি, অহিও, ইদাহ র মত রাজ্যগুলির। আর মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়ার মত রাজ্যে। ফলে করোনার সংক্রমনের দ্বিতীয় ঝড়ে এখন ট্রাম্পের দেশে যথেষ্ট উদ্বেগ।

আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে ৯১ হাজার ২৯৫ জন গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন। এর আগে এই সংখ্যাটা ছিল ২৪ ঘণ্টায় ৮৮ হাজার ৯৭৩ জন। বর্তমানে আমেরিকায় মৃত্যু ছাড়ালো দু’লক্ষ ৮৬২৫ জনের। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে আমেরিকায় সংক্রমণে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ ডাকোটা অঞ্চল। সেখানে ৪০ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ইদাহ তে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ।

Share.
Leave A Reply

Exit mobile version