কলকাতা ব্যুরো : করোনা অতিমারীর জন্য স্কুল কলেজ সব বন্ধ। এরই মধ্যে অনলাইনে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। কোন কলেজে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে এই সব তথ্য রাজ্যবাসীর কাছে সহজে পৌঁছে দিতে এই পোর্টালটি চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। কলেজে ভর্তি প্রক্রিয়া যাতে ছাত্র ছাত্রীদের কাছে আরও সুবিধার হয় তার জন্য বাংলার উচ্চশিক্ষা নামের একটি পোর্টাল চালু করার কথা ঘোষণা করলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পার্থবাবু জানান, এই কঠিন সময়ে ছাত্ৰ ছাত্রীদের কথা মাথায় রেখে এই নতুন পোর্টাল চালু করা হলো। এই পোর্টালে কলেজে ভর্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে।

দশই আগস্ট থেকে পশ্চিমবঙ্গের বিভিন্য কলেজে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের তরফে জানানো হয়েছে এই প্রক্রিয়ার জন্য ছাত্র ছাত্রীদের কাছে কোনো ফি নেওয়া হবে না। বিশদে জানতে ক্লিক করুন https://banglaruchchashiksha.wb.gov.in/

Share.
Leave A Reply

Exit mobile version