কলকাতা ব্যুরো: ছত্তিশগড়ের বস্তারে মাওবাদীরা ফের মাটির তলায় পেতে রাখা আইইডি বিস্ফোরণে মারা গেলেন সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। আরও ন’ জন গুরুতর জখম হয়েছেন। শনিবার রাতের হামলায় যখন কমান্ডেন্ট আজ সকালে রায়পুরে হাসপাতালে মারা যান। সুকমা জেলার তাগমেটেলা এলাকায় গভীর রাতে টহল দিচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী । তখনই আইইডি বিস্ফোরণ হয়।

ছত্রিশগড়ের বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, চিন্তানলনের জঙ্গলে মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে, যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছিল সিআরপিএফের ও রাজ্য পুলিশের জওয়ানদের নিয়ে গঠিত বাহিনী তল্লাশি চালানোর সময় মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে ওই অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সহ বেশ কয়েকজন জখম হন। রাতেই তাদের হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হলে সেখানেই আজ সকালে মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টর।

Share.
Leave A Reply

Exit mobile version