কলকাতা ব্যুরো: লালকেল্লায় প্রধানমন্ত্রী, রেড রোডে মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও জাতীয় পতাকা তুলেছেন। রেখেছেন তাঁদের ভাষণ। কিন্তু করোনাকালে সকাল থেকে ড্রেস পরে স্কুলে যেতে পারেনি কচি কাঁচা পড়ুয়ারা। বলা হয়নি এক সঙ্গে জয় হিন্দ। গাওয়া হয়নি জন গণ মন…..। কত দিন দেখা হয়নি স্কুলের বন্ধুদের সঙ্গে। কথা হয়নি স্যার-ম্যাডামদের সঙ্গে। আবার এতদিন পাড়ায় পাড়ায় স্বাধীনতা দিবস পালনেও ডাক পড়তো পাড়ার কচি থেকে বুড়োদের। এবার সেই ডাকেও ভাটা।
মুখ্যমন্ত্রী বলেছিলেন, স্কুল পড়ুয়ারা আজ বাড়িতেই পতাকা উড়িয়ে স্বাধীনতা দিবস পালন করবে। এ শহরে এমন বহু পরিবার তাই ছোটদের বাড়িতেই স্বাধীনতা দিবস উদযাপনের ব্যবস্থা করে দিলো।

Share.
Leave A Reply

Exit mobile version