কলকাতা ব্যুরো: জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল কেন্দ্র। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে স্বরাষ্ট্রমন্ত্রক তলব করেছে। আগামী ১৪ ডিসেম্বর রাজ্যের ওই তিন শীর্ষ অফিসারকে হাজির হতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এর আগে দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়েছিল। প্রায় একইভাবে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় যেভাবে বৃহস্পতিবার একের পর এক হামলা হয়েছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। ওই ঘটনায় শুক্রবার সকালেই রাজ্যপালের রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। ডায়মন্ড হারবারের ঘটনা ভালোভাবে যে কেন্দ্র নেয়নি তা বৃহস্পতিবার দুপুরের পর থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে।

একদিকে কেন্দ্রীয় নেতারা এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফেও রাজ্যের কাছে গোটা ঘটনায় কৈফিয়ৎ তলব করা হয়েছিল। আর এদিন রাজ্যপালের রিপোর্ট পাওয়ার পর এই রাজ্যের শীর্ষ আমলাদের তলবে যথেষ্টই বিষয়টিতে অন্য মাত্রা যোগ করেছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

ডায়মন্ড হারবারের ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের ডায়মন্ডহারবার আদালতে তোলা হবে। তবে এই গ্রেপ্তার দিয়ে গোটা পরিস্থিতি সামলানো যাবে কি না এখন তা নিয়ে প্রমাদ গুনছে প্রশাসনিক কর্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version