কলকাতা ব্যুরো: ছট পুজো নিয়ে না নান আইনি জটিলতার মধ্যেও প্রস্তুতি শুরু হয়ে গেল শহরে। দুদিন পরেই ছট পূজার জন্য কাদি কাদি কলা নামতে শুরু করেছে শহরের বিভিন্ন বাজারে। কারণ ছট পুজোর অন্যতম উপকরণ কলা। এর সঙ্গে কুলো থেকে শুরু করে পুজোর ব্যবহৃত অন্যান্য উপকরণ নামছে এখন শহরের বিভিন্ন বাজারে। ক্রেতারাও আসতে শুরু করেছেন কেনাকাটার জন্য। যদিও এবার দুর্গাপূজা এবং কালী পূজোর বিধি নিষেধের কড়াকড়ি থাকছে ছট পুজোতেও। প্রথমত কোনরকম বাজি পোড়ানো যাবেনা বলে আগেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার সঙ্গেই হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এবার ভিড় নিয়ন্ত্রণ করতে হবে কড়া হাতে। এমনকি এক পরিবার থেকে দুজনের বেশি যাতে পুজো করতে না বেরোন, তা নিশ্চিত করতে বলা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশকে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কোনভাবেই ভিড় করে দল বেঁধে এবার পুজো করতে যাওয়া যাবেনা। অন্যান্যবার গঙ্গার ঘাটে যেভাবে লাখো মানুষের ভিড় দেখা যায় ছট পুজোর বিকেল থেকে, এবার কোনমতে যাতে সেই ছবি ধরা না পড়ে তাও নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও তারই মধ্যে পুজোর প্রস্তুতি চলছে বাড়িতে এবং বাজারে। কারণ এ রাজ্যে লক্ষ লক্ষ মানুষ ছট পুজোর সঙ্গে যুক্ত। তাই তাদের কথা ভেবেই বাজার সাজিয়ে বসে পড়েছেন ব্যবসায়ীরা।

রবীন্দ্র সরোবর লেক এবং সুভাষ সরোবর এবারে আর ছট পুজো করতে দেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সে ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে কার্যকর করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version