কলকাতা ব্যুরো: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সপ্তাহ শেষে ভারী বর্ষণে ভিজতে পারে উত্তর। আজ মূলত আকাশ মেঘলা থাকবে ৷ পাশাপাশি দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখনই দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে ৷ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে। মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ।

তবে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা কোটা থেকে ভোপাল হয়ে ছত্তিশগড়ের নিম্নচাপ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই দুইয়ের প্রভাবে আগামী কয়েকদিন মধ্য ও দক্ষিণ ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

Share.
Leave A Reply

Exit mobile version