লালয়েৎ পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়য়েৎ।
প্রাপ্তে তু ষোঢ়শবর্ষে পুত্রঃ মিত্রবদাচরেৎ।।


লালয়েৎ – লালন করা উচিত; পঞ্চ-বর্ষাণি – পাঁচ বছর;  দশ-বর্ষাণি – দশ বছর;  তাড়য়েৎ- শাসধ করা; প্রাপ্তে- উপনিত হলে; তু- কিন্তু;  ষোঢ়শবর্ষে – ষোল বছরে; পুত্রঃ- পুত্র;  মিত্রবৎ- বন্ধুর মতো;  আচরেৎ – আচরণ করা উচিত।


অর্থ: প্রথম পাঁচ বছর পুত্রকে স্নেহ দিয়ে লালন-পালন করা উচিত, পরবর্তী দশবছর তাকে কঠর অনুশাসনে রাখা উচিত, ষোলো বছর বয়স হলে তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত।

Share.
Leave A Reply

Exit mobile version