কলকাতা ব্যুরো: এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে দীর্ঘ ৮ ঘণ্টা তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার মধ্যরাত দেড়টা নাগাদ সুবীরেশের ফ্ল্যাট থেকে বেরন সিবিআই আধিকারিকরা। গতকাল বিকাল পাঁচটায় সিবিআই আধিকারিকরা বাঁশদ্রোণীর ফ্ল্যাটে হানা দেন। এদিন তল্লাশির পাশাপশি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের জেরার মুখে পড়তে হয় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে। তবে সিবিআই আধিকারিকরা বেরোনোর সময় স্বভাবতই মুখে কুলুপ এঁটেছিলেন। তবে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি যে পাওয়া গিয়েছে, তা জানিয়েছেন এক আধিকারিক।

সূত্রের খবর, দীর্ঘ ৮ ঘণ্টার তল্লাশিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে পড়তে হয় সুবীরেশকে। এদিন সুবীরেশের কাছে সিবিআই আধিকারিকরা জানতে চান, আপনি বলছেন সব আইন মেনে হয়েছে, বাগ কমিটির রিপোর্টে অন্য কথা রয়েছে। কী করে সম্ভব? সুবীরেশকে প্রশ্ন করা হয় অটো জেনারেটেড সই দিয়ে চাকরি হল কীভাবে? এরপরই সিবিআই আধিকারিকরা বলেন, আপনার আমলেই সব দুর্নীতির পরীক্ষা আপনি দায় এড়াতে পারেন না। তবে জানা যাচ্ছে, সিবিআই-এর সব প্রশ্নেরই নেতিবাচক উত্তর দিয়েছেন সুবীরেশ। সুবীরেশ দাবি করেছেন, তিনি সব আইন মেনেই কাজ করেছেন।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত বুধবারও সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেদিন ফ্ল্যাটে কাউকে না পেলে তা সিল করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে সস্ত্রীক কলকাতায় আসেন সুবীরেশ। বাড়ি সিল থাকায়, বালিগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে যান। তার কয়েক ঘণ্টার মধ্যেই বিকালে পৌঁছন সিবিআই আধিকারিকরা। ফ্ল্যাটের সিল খুলে তল্লাশি শুরু করেন তাঁরা।

Share.
Leave A Reply

Exit mobile version