কলকাতা ব্যুরো: অনুব্রত মণ্ডলের রাইস মিলে হানা দিয়ে মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পেলেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়েছেন সিউড়ির ব্যবসায়ী। তাঁর দাবি, টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা, বিলাসবহুল গাড়ি নিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তা সত্ত্বেও শেষমেশ কাজের বরাত পাননি বলেই জানান ওই ব্যবসায়ী।

বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা অরূপ রতন ভট্টাচার্য এবং রামপুরহাটের প্রবীর মণ্ডল যৌথ উদ্যোগে লোকনাথ অটোমোবাইলস নামে ব্যবসা শুরু করেন। তিলপাড়া জলাধার থেকে বালি তোলার বরাত পেতে চেয়েছিলেন তাঁরা। তবে প্রবীর মণ্ডলের দাবি, অনুব্রত মণ্ডল বরাত দেওয়ার নামে তাঁদের কাছ থেকে মোট ১০ কোটি টাকা চান। কিন্তু বিপুল অর্থ তাঁদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। শেষমেশ ৫ কোটি ৫৬ লক্ষ নগদ টাকা দিয়েছিলেন ব্যবসায়ীরা। বোলপুরের নিচুপট্টির বাড়িতে বসে নগদ দেড় কোটি টাকা অনুব্রত নিজে হাতে নিয়েছিলেন। বাকি টাকা বীরভূম জেলা তৃণমূল সভাপতির দেহরক্ষী সায়গল হোসেনের হাতে দিয়েছিলেন ব্যবসায়ীরা।

প্রায় ৭০ বিঘা জমির উপর বীরভূমে ভোলে বোম রাইস মিলটি অবস্থিত। সূত্রের খবর, দলিলে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের স্ত্রী এবং মেয়ের। সিবিআই সূত্রে খবর, WB54U6666 নম্বর প্লেটওয়ালা Ford Endeavour পাওয়া গিয়েছে। মিলেছে একটি হুড খোলা মাহিন্দ্রা থারও। গাড়িটির নম্বর WB4B6966। এই গাড়িটির মালিক অনুব্রতর আপ্তসহায়ক অর্ক দত্ত। যার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা। এছাড়া মাহিন্দ্রা Alturas G4 গাড়িও রয়েছে। গাড়ির নম্বর WB54B9555। মূল্য আনুমানিক ৩২ লক্ষ টাকা। একটি Mahindra 500 গাড়িও পাওয়া গিয়েছে। গাড়িটির নম্বর WB54Z4176। এই গাড়িটি সুতীর্থ ট্রাস্টের। এছাড়া একটি UA047183 নম্বর প্লেটওয়ালা Tata Sumoও পাওয়া গিয়েছে।

ভোলে বোম রাইস মিল থেকে পাওয়া Ford Endeavour গাড়িটির নম্বর WB54U6666। ওই গাড়িটি ব্যবসায়ী প্রবীর মণ্ডলের। ২০১৮ সালের বিশ্বকর্মা পুজোর দিন অনুব্রত মণ্ডলকে ৪৬ লক্ষ টাকা দামের ওই গাড়িটি তিনি দিয়েছিলেন বলেই দাবি ব্যবসায়ীর। নগদ কোটি কোটি টাকা, গাড়ি পাওয়ার পরেও ওই ব্যবসায়ীরা কাজের বরাত পাননি বলেই অভিযোগ।

এরপর গত বছর মে-জুন মাসে ওই গাড়িটি ফেরত চান ব্যবসায়ী। তারপরই বাধে বিপত্তি। তবে অনুব্রত মণ্ডল পালটা তাঁদের হুমকি দেয় বলে দাবি। ব্যবসায়ীর অভিযোগ, গাড়ি ফেরত চাইলে গাঁজা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত।

Share.
Leave A Reply

Exit mobile version