কলকাতা ব্যুরো: রবিবারেও চার মিলল না সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে অভিযুক্ত রেহা চক্রবর্তীর। শুক্রবার থেকে টানা তিন দিন তাকে জেরা করল সিবিআই। সূত্রের খবর, সোমবারও তাকে জেরার জন্য ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এরইমধ্যে নতুন করে চাপ বাড়ল মাদক মামলায় তার মোবাইল হোয়াটসঅ্যাপ এর সূত্র ধরে উঠে আসা গৌরব আরিয়ার সমনে। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেকটরেট গোয়ার হোটেল মালিক গৌরবকে সমন পাঠিয়েছিল। রবিবার রাতে গৌরব আরিয়া মুম্বাই এসে পৌঁছেছেন। সূত্রের খবর সোমবার তার সঙ্গে কথা বলবে ইডি।
এদিকে রিহা চক্রবর্তীকে শুক্রবার থেকে প্রায় ২৫ ঘন্টা জেরা করে ফেলল সিবিআই। রবিবারও তাকে প্রায় সাত ঘন্টা জেরা করা হয়।
এই অবস্থায় মাদক মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবার গৌরব আরিয়াকে তলব করলে সেখানে নিশ্চিত ডাক পরবে রেহার।
এরই মধ্যে রেহার চাপ বাড়িয়েছে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিথানি। তার রান্নার লোক নীরাজ সিং এমন কিছু তথ্য সিবিআইকে জানিয়েছেন যা রেহার বিরুদ্ধে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। অন্যদিকে সুশান্তের ম্যানেজার বেশ কিছু নতুন তথ্য দিয়েছেন বলে সূত্রের খবর।

পাশাপাশি সিবিআইকে নতুন সমস্যায় ফেলে দিয়েছে মুম্বাই সিটি পুলিশের এক ডিসির করোনা ধরা পরার ঘটনা। সম্প্রতি ওই অফিসারের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে বেশকিছু নথি তার কাছ থেকেই পেয়েছে সিবিআই। এই অবস্থায় ওই অফিসারের করোনা ধরা পড়ায় সিবিআইয়ের টিম করোনা নমুনা পরীক্ষা করাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মুম্বাই পুরসভা গোটা বিষয়টি ছেড়ে দিয়েছে সিবিআই দলের উপরে। যদি সিবিআই তাদের সদস্যদের নমুনা পরীক্ষা করাতে চায় সে ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে মুম্বাই পুরসভা।
এখন সোমবার সকালে নতুন করে সিবিআই এবং ইডি এই তদন্ত নিয়ে নতুন করে কাউকে তলব করে কি না সেদিকে তাকিয়ে রয়েছে সুশান্তের পরিবার এবং ফ্যানরা।

Share.
Leave A Reply

Exit mobile version