কলকাতা ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। এবার তলব করা হল অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে তলব করা হল। মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। আগামীকাল বুধবার তাঁকে তলব করা হল। ওইদিন বেলা ১২ টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে।

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়ে ২১ কোটি ৯০ লাখ নগদ টাকার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। সেই সংক্রান্ত নথিগুলির বিষয়েই জিজ্ঞাসাবাদ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
স্কুল সার্ভিস কমিশনের পর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ। মানিক ভট্টাচার্যকে আগামিকাল ইডির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। দুপুর ১২ টার মধ্যে তাঁকে ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়েই এখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিপূর্বেই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অফিসাররা। এমনকী প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তাঁর পরিবারের লোকেদের কী কী সম্পত্তি রয়েছে, সেই সব যাবতীয় হিসেবও হাইকোর্টে জমা দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে এবার পার্থ-অর্পিতা গ্রেফতার হতেই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Share.

1 Comment

  1. Pingback: Manik Bhattacharya : ইডি দফতরে পৌঁছলেন মানিক ভট্টাচার্য - Kolkata 361゚

Leave A Reply

Exit mobile version