কলকাতা ব্যুরো: দমকল বিভাগে (Fire Department) নিয়োগ ঘিরে জটিলতা অব্যাহত। আরও বাড়ল নিয়োগ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ। ফলে এই সময়সীমার মধ্যে নতুন কোনও নিয়োগ করা যাবে না। সোমবার পিএসসির আবেদন মঞ্জুর করে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। এদিন আরও ১৫ দিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল আদালত। এদিন কলকাতা হাইকোর্টে পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী একসপ্তাহ সময় দেওয়ার আবেদন জানান। তার আবেদন মঞ্জুর করেন বিচারপতি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে (Fire Department) দেড় হাজার ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য। ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয়। ফলপ্রকাশের পর থেকেই সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে পরীক্ষায় ভুল প্রশ্ন ছিল। এমনকী, স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপনের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে, তা দেওয়া হচ্ছিল না। এমনকী, সাধারণ চাকরিপ্রার্থীকে তফসিলি কোটায় চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

প্রাথমিকভাবে এই সমস্ত অভিযোগ নিয়ে স্যাটের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। সেখানে সেই আরজি খারিজ হয়ে যায়। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। গত সোমবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে।

শুনানি শেষে নিয়োগের উপর এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত জারি রয়েছে এই স্থগিতাদেশ। এদিন পিএসসির আবেদনে সেই স্থগিতাদেশের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল।

Share.
Leave A Reply

Exit mobile version