কলকাতা ব্যুরো: ডিজেলের দাম কমানো, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মকুব, ব্যাংকের ইএমএই ছাড় সহ একগুচ্ছ দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বেসরকারি বাস মালিকরা। মঙ্গলবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে।

বাস মালিকদের দাবি, রাজ্যের কাছে একাধিকবার আবেদন করেও ভাড়া বৃদ্ধি হয়নি। রাজ্য বাসমালিকদের সমস্যার কথা ভাবছে না। কিন্তু ডিজেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে রাস্তায় বাস নামানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা অনেকদিন ভরসা করলাম কিন্তু রাজ্য আমাদের ভাড়া বৃদ্ধির দাবি মানেনি। তাই বাধ্য হয়েই রাজ্যপালের দ্বারস্থ হয়েছি। যাতে কিছু জিনিস উনি মকুব করতে পারেন।”

Share.
Leave A Reply

Exit mobile version