কলকাতা ব্যুরো : মা এবার গজগামিনী। অর্থাৎ গজে গমন। শোনা যায় গজে গমন হলে ধরিত্রী আবারওশস্য শ্যামলা হয়ে ওঠে , পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা হয়। কোভিড মহামারি থেকে গজগমনে পৃথিবীর সমস্ত দুঃখ দুর হোক এটাই থিম করছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এমনটাই জানিয়েছেন ওখানকার অর্গানাইজিং সেক্রেটারি ড: সপ্তর্ষি বসু। তাই দুটো সফেদ হাতি রাখা হচ্ছে মণ্ডপের বাইরে। সাদা শান্তির প্রতীক। তাই সাদা হাতি রাখার পরিকল্পনা। এর মাধ্যমেই এবার ক্লাবের মুক্তির বার্তা সমস্ত বঙ্গ তথা ভারতবাসীর কাছে। আশার আলোও দেখতে চাইছেন ক্লাব সদস্যরা। শুধু আশা নয়। দরিদ্র মানুষের সেবাও করেছে এই সংগঠন। বহু মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়েছে এই ক্লাবের তরফ থেকে। আমপান বিধ্বস্ত গ্রামে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাব সদস্যরা। এই দুর্দিনে প্রায় ৮০ টি ঢাকি পরিবারকেও সাহায্য করেছে ক্লাব।

অন্য পূজো গুলো সে ভাবে স্পন্সরশিপ না পেলেও, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এই দুর্দিনের বাজারেও বেশ কিছু কর্পোরেটদের সাহায্যও পাচ্ছে।এবারে এই ক্লাবের হয়ে প্রতিমা তৈরি করছেন অরুণ পাল অ্যান্ড সন্স। ৭০ বছরে পা দেওয়া এই পূজো প্রত্যেকবার যে ভাবে পুজোর লাইভ টেলিকাস্ট করে তারও ব্যবস্থা থাকছে এবার।

Share.
Leave A Reply

Exit mobile version