শেয়ার বাজারে নিয়মিত আয়ের উৎস যোগাযোগ করতে
মৈনাক শর্মা – 8759689108 (call and WhatsApp)

আবারও বুলিশ শেয়ার বাজার। গত দিনের ক্ষতি কে পুনরুদ্ধার করে ১.৯ শতাংশ বাড়ে বাজারের দুই সূচকের। বি এস ই sensex ১০০০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৬৮১৭ র ঘরে, যেখানে Nifty50 ৩০০ পয়েন্ট বেড়ে যায় ১৬৯৭৫ এর ঘরে।

বাজারে বুল রানের কারণ আজ ঘোষণা হয় ফেডারেল রিজার্ভের সুদের হারের যার সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলো বিশ্ব ব্যাপী বিনিয়োগকারী। বেশির ভাগ বিশ্লেষকরা আশা করেন ফেড সুদের হার ২৫ বি পি এস বৃদ্ধি পাবে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ র কারণে মূলত বাড়েনি সুদের হার। ফলে উপরেই বন্ধ হয় শেয়ার বাজার।

একই সঙ্গে বেড়ে যায় এশিয়া র বাজার মূল্য। বিশেষ করে চীনের সাংহাই কম্পোজিট এবং হংকংয়ের হ্যাং সেং আগের সেশনে নীচের দিকে যাওয়ার পর যথাক্রমে বাড়ে ৩.৫ ও ৯ শতাংশ, অন্যদিকে মিফটি মিডক্যাপ ১০০ ও স্মল ক্যাপে বাড়ে যথাক্রমে ২ ও ১ শতাংশ। NIFTY Bank বেড়ে যায় ২ শতাংশ। ইন্ডিয়া ভিক্স এ অস্থিরতার প্রভাবও কমে দাঁড়ায় ২৪ , এ। যদি আগামীতে আরো কমে ২০ তে আসলে থাকতে পারে ভবিষ্যতে র বুল রানের আশা।

তবে আজ Nifty র চার্টে দেখা যায় বুলিশ ক্যান্ডেল যা কালকের দিনে ১৭০০০ এর লেভেল কে উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে , যা যেতে পারে ১৭০৫০ থেকে ১৭৫০০ লেভেল এ। অন্যদিকে যদি উপরে যেতে ব্যার্থ হয় তবে যেতে পারে ১৬৪৩০ এর ঘরে।পিভট চার্ট অনুসারে, নিফটির জন্য মূল সমর্থন স্তরটি ১৬৮৭৯-এ, তারপরে ১৬৭৮৩-র ঘরে রাখা হয়েছে। যদি সূচকটি উপরে চলে যায়, তাহলে লক্ষ্য রাখতে হবে ১৭০২৯ এবং ১৭০৮৪ মূল প্রতিরোধের স্তরগুলি। NIFTY ব্যাংকের ক্ষেত্রে ৩৫৮৮২ এ রয়েছে প্রতিরোধ স্তর।

কালকের জন্যে নজরে যে স্টক Sonacoms ও clean science ।

Share.
Leave A Reply

Exit mobile version