কলকাতা ব্যুরো: ক্রিকেট বিশ্বের আলোচিত আম্পায়ার-দের মধ্যে একজন হলেন স্টিভ বাকনর, দীর্ঘ ১২বছর পর তাঁর নিজস্ব স্মৃতিচারণা তেই প্রকাশ্যে আনেন “মাঙ্কিগেট” বিতর্কিত ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্ট ম্যাচ,

“আমার দুটি ভুল সিদ্ধান্ত ছিল ২০০৮ -এর সিডনি টেস্ট ম্যাচে”
তাঁর ভুল সিদ্ধান্তের চরম মাশুল দিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম।

টিম ইন্ডিয়ার প্রথম থেকেই ম্যাচের লাগাম হাতে থাকলেও নাটকীয় ভাবে অস্ট্রেলিয়া টিমের জয়ের কারণ, স্টিভ বাকনর-এর জোড়া ভুল সিদ্ধান্ত । অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ব্যাটিং এর সময় একজন ব্যাটসম্যান আউট থাকা সত্ত্বেও আউট না দেওয়া, যার ফলে সেই ব্যাটসম্যানের হাত থেকে বেরিয়ে আসে এক সুন্দর সেঞ্চুরি, অন্য দিকে পঞ্চম দিন তথা শেষ দিনে একজন ব্যাটসম্যানকে আউট থাকা সত্ত্বেও আউট না দেওয়া। যার ফল ভারতীয় ক্রিকেট টিমের সিডনি টেস্ট পরাজয়।

দীর্ঘ ১২ বছর পর আম্পায়ার স্টিভ বাকনর-এর এই স্মৃতিচারণা তাঁর কর্মজীবনের কালো সময়ের বর্ণনা না অনুতাপ।

Share.
Leave A Reply

Exit mobile version