কলকাতা ব্যুরো: হ্যাঁ, ঠিকই শুনছেন। বেশি উপার্জনের জন্য প্রধানমন্ত্রীত্ব ছাড়তে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এখনই নয়। মাস ছয়েক বাদে, শীতের পরে। ব্রিটেনে কোভিড়-১৯ পরিস্থিতি মোকাবিলা এবং ব্রেক্সিট পর্ব চোকার পর প্রধান্ধানমন্ত্রীত্ব ছাড়তে চান জনসন। সেই ইচ্ছা তিনি ইতিমধ্যেই প্রকাশ্ করেছেন বলে জানাচ্ছে গার্ডিয়ান।

কারণটা আর্থিক। জনসন মনে করছেন, এখন প্রধানমন্ত্রী হিসেবে যে টাকা তিনি আয় করছেন, অনায়াসে তার দ্বিগুন অর্থ অন্তত উপার্জন করতে সক্ষম তিনি। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তিনি বছরে পান ভারতীয় অর্থমূল্যে প্রায় দেড় কোটি টাকা।

জনসন জানান, প্রধানমন্ত্রী হওয়ার আগে শুধু লেখালেখি করেই তিনি বছরে উপার্জন করতেন ২২ লাখ টাকা। এক মাসে দুটি ভাষণ থেকেই তিনি উপার্জন করেছেন ২ লাখ মার্কিন ডলার। কিন্তু এখন সীমিত আয়ে সমস্যা হচ্ছে। তার প্রাক্তন স্ত্রী মেরিনা হুইলসকে দিতে হয় মোটা টাকা। ৭ বছরের ছেলে উইলফ্রেডও আর্থিকভাবে তার ওপর নির্ভরশীল। এই অবস্থায় তার উপার্জন বাড়ানো দরকার বাড়ানো বলেই মনে করছেন বরিস জনসন।

Share.
Leave A Reply

Exit mobile version