কলকাতা ব্যুরোঃ অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল কলকাতা বইমেলা। ২০২১ বইমেলার জন্য বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবে বইপ্রেমীদের। কোভিডের কারণে বদলেছে অনেককিছুই। তাই এবছর পরিস্থিতি না বদলালে নাও হতে পারে কলকাতা বইমেলা। বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘করোনা কেটে গেলে সুস্থ পৃথিবীতে হোক বইমেলা। কয়েকমাস অপেক্ষা করে তারপর নাহয় করা যাবে বইমেলা। করোনার প্রকোপে ফ্র্যাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা আয়োজিত হয়েছিল অনলাইনে। পিছিয়ে গিয়েছে লন্ডন, প্যারিস বইমেলাও। তাই কলকাতার ক্ষেত্রেও তাঁর কোন ব্যাতিক্রম হবেনা।’

এবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি হওয়ার কথা ছিল বাংলাদেশ। কিন্তু বেশ কিছু দেশে বিমান পরিষেবা বন্ধ থাকার কারণে প্রতিবেশী দেশের অতিথিরাও আসতে পারবেন না। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিববাবু জানিয়েছেন ‘যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবনমরণের প্রশ্ন রয়েছে সেখানে উৎসব করার কোন প্রশ্নই ওঠে না। বইমেলা মানেই একসঙ্গে বহু লোকের ভিড়, বইয়ের স্টলে লোকজনের সেলফি তোলার ধূম। কিন্তু কোভিড পরিস্থিতিতে মেলাপ্রাঙ্গনে ১০০ জন লোক প্রবেশ করানোই যাবেনা। আর এত বিধিনিষেধের মাঝে উৎসব করা সম্ভব নয়।’

বিধাননগরের স্থানীয় বাসিন্দারা চাইছেন না বইমেলাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষ ভিড় জমান। তাই সুধাংশুবাবু ও ত্রিদিববাবু উভয়েই জানিয়েছেন, ছোট করে নয়, কলকাতা বইমেলা বড় করেই করা হবে কিন্তু সেটা হবে পরিস্থিতি স্বাভাবিক হলে। দেশ বিদেশের অতিথিদের দুমাস আগে থেকে আমন্ত্রণ জানিয়ে তারপর প্রস্তুতি নেওয়া হবে বইমেলার। সুস্থ স্বাভাবিক পরিবেশে বইমেলা হলে রক্ষা পাবে সবদিকই। এতদসত্ত্বেও, মন ভারাক্রান্ত হয়ে রয়েছে বই পাঠকদের। বছরের এই একটা উৎসবেই প্রাণ খুলে আনন্দ করতে পারেন পাঠকেরা, খুঁজে নেন সৃজনশীলতার রসদ। কিন্তু এবছর তা সমস্তটাই অনিশ্চয়তার মধ্যে ডুবে গেল।

Share.
Leave A Reply

Exit mobile version