কলকাতা ব্যুরো : ভারতে আরো ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে । দেশের জাতীয় স্বার্থ ও সুরক্ষার কথা মাথায় রেখে এর আগে ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে টিকটক অ্যাপ্লিকেশনটি ও ছিল। ছিল ক্যামস্ক্যানার, shareit ও ইউ সি ব্রাউজার। জানা গেছে, সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী যে ৪৭ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সেগুলি গত মাসের নিষিদ্ধ ৫৯ টি অ্যাপের ক্লোন হিসাবে কাজ করছে। তবে কোন কোন অ্যাপ নিষিদ্ধ হবে এখনও তার পূর্ণাঙ্গ তালিকা জানা যায়নি। সরকারি সূত্রে জানা গেছে ২৫০-র বেশি অ্যাপের একটি তালিকা তৈরি করা হযেছে যা জাতীয় সুরক্ষার পরিপন্থী। এর মধ্যে PUB G-র মত জনপ্রিয় অ্যাপও আছে।

Share.
Leave A Reply

Exit mobile version