কলকাতা ব্যুরোঃ চতুর্থ দফার ভোটের সকাল থেকেই বিক্ষিপ্তভাবে শোনা যাচ্ছে নানান ঘটনার কথা। ভোটগ্রহণ ঘিরে সাতসকালেই তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল বেলুড়ের লালবাবা কলেজে। চলে হাতাহাতি, ভাংচুর। পরবর্তীকালে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। বালি বিধানসভা কেন্দ্রের ৬৪ নম্বর বুথ রয়েছে লালবাবা কলেজে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সেখানে ধুন্ধুমার বাধে বলে জানা গিয়েছে। বিজেপি অভিযোগ করে যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি।

তৃণমূলের পক্ষে দাবি যে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে মক পোলিং চলছিল। সেইসময় ইভিএম-এ সমস্যা ধরা পড়ে। তা নিয়ে প্রশ্ন তুলতেই ঝামেলা শুরু করেন বিজেপি সমর্থকরা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দু’পক্ষকেই বুথ থেকে বার করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার ভোটগ্রহণ শুরু হয়।

Share.
Leave A Reply

Exit mobile version