কলকাতা ব্যুরো: স্যানিটাইজার করার জন্য নবান্ন দু’দিন বন্ধ রাখা হয়েছে। কিন্তু বিজেপির নবান্ন অভিযান এর গোটা পর্ব খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায় হাজির হলেন ভবানী ভবনে।
রাজ্য পুলিশের সদর দপ্তরে বসেই ভিডিও মনিটরে তিনি সিসি টিভি প্রত্যক্ষ করলেন ঘটনা পর্ব। এরপরে ঝারগ্রাম সফর সেরে ফেরার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ভবনী ভবনে। সেখানে তখন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তাদের থেকেই অভিযানের মোটামুটি বৃত্তান্ত জেনে নেন। এর পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব সাংবাদিকদের মুখোমুখি হন।
তিনি জানিয়েছেন, মহামারীর কারণে বিজেপিকে মিছিলের অনুমতি দেওয়া হয় নি। এদিন কলকাতা ও হাওড়া থেকে প্রায় দেড়শ জনকে বেআইনি জমায়াতের জন্য আটক করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্য সচিব। এদিন পুলিশের ব্যবহৃত জলকামান থেকে রঙিন জল বেরোয়। তা গায়ে লাগে বিজেপি সমর্থকদের, জানিয়ে পুলিশে বিরুদ্ধে রাসায়নিক ব্যবহারের অভিযোগ তুলে দিল্লিতে নালিশ করেছে বিজেপি। যদিও মুখ্য সচিব তা একেবারেই ভুল তথ্য বলে উড়িয়ে দেন। তার বক্তব্য, হোলি খেলার সময় যে রং আমরা ব্যবহার করি, তাই এখানেও ব্যবহার করা হয়েছে মিছিলকারীদের চিহ্নিত করার জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version