কলকাতা ব্যুরো: বিজেপির নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক বসছে আজ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে হবে ওই বৈঠক। ২০২১ সালের রাজ্য বিধানসভার নির্বাচন হবে ২৩০ জনের নাব নির্বাচিত এই কমিটির নেতৃত্বেই। আজ তার প্রথম বৈঠক।

তবে এই বৈঠকে শোভন চ্যাটার্জি থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রাজ্য কমিটির হাতে গোনা কিছু কর্মকর্তা বৈঠকে শারীরিক ভাবে উপস্থিত থাকলেও বাকি সদস্যরা যোগ দেবেন ভার্চুয়াল বৈঠকে। তবে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়কে জরুরি কাজে দিল্লি যযাওয়ার কথা থাকায় তাঁরা হয়তো এদিনের বৈঠকে উপস্থিত না ও থাকতে পারেন বলে জানা গিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version