কলকাতা ব্যুরো: গোর্খাল্যান্ডের পক্ষে আওয়াজ তুলে আগামী বিধানসভা ভোটে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য নিজের সমর্থকদের উদ্বুদ্ধ করলেন বিমল গুরুং। একইসঙ্গে বিজেপিকে কথা না রাখার দায়ে অভিযুক্ত করলেন বিমল। প্রায় সাড়ে তিন বছর পরে শিলিগুড়ির মাটিতে পা দিয়ে তৃণমূলকে নিজের শক্তি দেখালেন জি জে এমের বিতর্কিত নেতা বিমল গুরুং।
২০১৭ সালের জুন মাসের পর থেকে তৃণমূল সরকারের সঙ্গে সংঘাতের রাস্তায় হাটেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। আর তার কয়েক মাসের মধ্যেই বিমলের ডানহাত বলে পরিচিত বিনয় তামাং সহ কয়েকজনকে তৃণমূল স্বীকৃতি দিয়ে বিমলকে এলাকা ছাড়া করে। তখন থেকেই খুন, জখম, সরকারি সম্পত্তি ধ্বংস সহ প্রায় ১৩০ টি মামলা ঝুলে গিয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে। এরমধ্যে ইউএপিএ ধারাও যুক্ত হয়েছে।
প্রায় সাড়ে তিন বছর রাজ্যের বাইরে কাটিয়ে দুর্গা পুজোর আগে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নিজের আস্থা ঘোষণা করেন বিমল গুরুং। আর এ দিন পুলিশি নিরাপত্তা নিয়ে শিলিগুড়ি স্টেডিয়ামে ভাষণ দিতে যান রাষ্ট্রবিরোধী মামলায় অভিযুক্ত গুরুং।
এদিনের সভায় তিনি সরাসরি তৃণমূলের পক্ষে নির্বাচনের করার জন্য নিজের সমর্থকদের আহ্বান জানান। একইসঙ্গে বিজেপিকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেন একদা পাহাড়ের সবচেয়ে প্রভাবশালী এই নেতা। এদিন বিনয় তামাং এবং আনীত থাপাদের বিশ্বাসঘাতকতা করার অভিযোগে অভিযুক্ত করেন বিমল। আগামী দিনে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স তিনি সভা করবেন বলে জানিয়ে দেন বিমল গুরুং।
আপাতত তিনি ডুয়ার্সে ঘাঁটি গাড়ছেন। সেখান থেকেই পাহাড়ে আস্তে আস্তে নিজের পুরনো লোকদের মাঠে নামিয়ে একটু হাওয়া বুঝে ফের দার্জিলিঙে ঢুকতে চান গোর্খা জনমুক্তি মোর্চার একসময়ের সবচেয়ে প্রভাবশালী এই নেতা।

Share.
Leave A Reply

Exit mobile version