কলকাতা ব্যুরো: বিহারে প্রথম পর্যায়ে ভোট শুরুর পর টুইটারে বার্তা দিলেন নরেন্দ্র মোদি। না, বিজেপির শীর্ষ নেতা হিসেবে কোনো রাজনৈতিক বার্তা নিয়ে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি লিখলেন, সমস্ত ভোটারদের কাছে অনুরোধ করছি, গণতন্ত্রের এই উৎসবে শামিল হতে। তবে মাস্ক পড়ুন। নিজেদের মধ্যে দু গজের দূরত্ব বজায় রাখুন। আগে ভোট দিন। তারপর খাওয়া-দাওয়া করুন। নরেন্দ্র মোদী যখন এই বার্তা দিচ্ছেন, তখন মুঙ্গের, জামুই, বক্সার, মকামা জেলার ভোট কেন্দ্রগুলোতে ভোট চলছে।

আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ অবশ্য বিহারের মানুষকে বার্তা দিলেন, প্রথম পর্যায়ের নির্বাচনে বেশিরভাগ সংখ্যক মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। তাঁর কথায়, আপনার একটি ভোট বিহারকে ভয় এবং দুর্নীতির থেকে দূরে সরিয়ে উন্নয়ন এবং রাজ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় ভূমিকা নিতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version