অমিতাভ বচ্চনের জঞ্জির বা অজয় দেবগনের গঙ্গাজল মনে আছে? এম এক্স প্লেয়ার এ ভওকাল অনেকটা সেরকমই ওয়েব সিরিজ। কিন্ত বিশাল লাইফ স্টোরি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি। নব্বই দশকের মুজাফফররনগর। ভারতের ক্রাইম ক্যাপিটাল। দুজন গ্যাংস্টার। একদিকে পিন্টু-বাবলু অন্য দিকে সওখিন। মানুষের প্রাণ ওষ্ঠাগত। আজ কিডন্যাপ, কাল মার্ডার যেন দৈনন্দিন ঘটনা।

এই অবস্থার মধ্যেই ইউপি পুলিশের এসএসপি হযে এলেন নবীন সিকেরা। একাউন্টার স্পেশালিস্ট। ঢেলে সাজালেন পুলিশকে। বদলে দিলেন খোলনলচে। এরই মধ্যে এক কৃষকের দুই ছেলেকেই খুন করল সওখিন গ্যাং। এক ছেলের কাটা মুন্ডু পৌঁছে গেল এসএসপি-র বাড়ি। চুনোতি স্বীকার করল পুলিশ। পুলিশের থ্রি নট থ্রি না গ্যাংদের অত্যাধুনিক হাতিয়ার…. কার জয় হল? জানতে চোখ রাখুন এম এক্স প্লেয়ার অ্যাপে।

এসএসপি নবীন সিকারার ভূমিকায় মোহিত রায়না অনবদ্য। কিন্ত এখানে ভাষা একেবারে মেঠো। চলতি বাংলায় রকের ভাষা। কিছু এডালট সিন। বাচ্চাদের নিয়ে নৈব নৈব চ।

বলা যায় আইপিএস সিকেরার বায়োপিক এই ওয়েব সিরিজ। সিজন ওয়ান রিলিজ হয়েছে অনেকদিন। দশটি ত্রপিসোড। প্রত্যেকটি আধ ঘন্টা করে। সিজন টু রিলিজ হবে ডিসেম্বরে। মিরাঠ পর্ব নিয়ে।

Share.
Leave A Reply

Exit mobile version