কলকাতা ব্যুরো: জোড়া নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার থেকে এই বৃষ্টি আরো প্রবল হওয়ার পূর্বাভাস রয়েছে একইসঙ্গে ঝড়ো বাতাস বইবে কলকাতা শহর বিভিন্ন জেলায়। দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও কোনোক্রমে বিপর্যয় এড়ানো গেলেও লক্ষ্মী পুজোয় বাংলায় বৃষ্টিতে যথেষ্ট বেগ দিতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির প্রভাব যথেষ্টই থাকবে বলে আবহাওয়া দপ্তরের খবর। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত মাছ ধরতে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

একদিকে কেরালা উপকূল ও অন্যদিকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপরে দুটি নিম্নচাপ এখন রয়েছে। যার প্রভাবে রবিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভেসেছে শহর এবং শহরতলী। সোমবারেও তার ব্যতিক্রম হবে না। উল্টে বাড়াবে বৃষ্টি। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। ফলে কলকাতা সহ জেলাগুলির প্রশাসনকে আগাম সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নদী উপকূলবর্তী এলাকা থেকে প্রয়োজনে মানুষজনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাঃ রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

মঙ্গলবার বৃষ্টির প্রকোপ সামান্য কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানাচ্ছে, ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বাকি জেলায় বজ্রবিদ্যুত্‍ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির যেখানে পূর্বাভাস রয়েছে সেখানে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর ভারী বৃষ্টি ১০০ মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া ঝড় ও বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, ঝাড়গ্রাম,বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির দাপট এখানে কিছুটা কম থাকবে। বিক্ষিপ্ত ভাবে এই জেলাগুলির কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত।

Share.
Leave A Reply

Exit mobile version