কলকাতা ব্যুরো: ১১৯ বছরের প্রথা মেনেই বেলুড়মঠে পালিত হল অষ্টমীতে কুমারী পূজা। স্বামী বিবেকানন্দ কুমারী পূজা প্রবর্তন করেন বেলুড়মঠে। তবে মহামারী আবহে এবার নজিরবিহীন ভাবেই অনেক নিয়ম পরিবর্তন করেছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। এবার যে শিশুকে দেবীরূপে পুজো করা হয়েছে, তাকে আগে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যান্যবার সন্ন্যাসীরা তাকে কোলে করে নিয়ে আসেন। কিন্তু করোনা আবহে এবার সেই নিয়ম বাতিল করা হয়েছে।

এবার মানুষের ভিড় ঠেকাতে বেলুড়মঠে পুজোয় দর্শক নিষিদ্ধ করা হয়েছে। যদিও লাইভে পুজো দেখানোর ব্যবস্থা করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। অন্যান্যবার প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের জমায়েত হয় অষ্টমী পুজোতে। কিন্তু এবার সন্ন্যাসীরা ছাড়া আর কোন বাইরের লোককে ঢুকতে দেওয়া হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version