কলকাতা ব্যুরো : করোনা আবহে পরিযায়ী শ্রমিক দের যন্ত্রণা এবং হাহাকার দেখেছে দেশবাসী। পরিযায়ী শ্রমিক দের এই সংগ্রামকে এবার থিম করে পুজো করছে বেহালা বড়িশা ক্লাব। পরিযায়ী মা রূপে এবার দেখা যাবে দেবী দুর্গাকে। সন্তান কোলে তিনি পাড়ি দিচ্ছেন এক শহর থেকে অন্য শহরে। এবছর বরিশা ক্লাবে থিমের নাম করা হয়েছে ত্রাণ। ত্রাণের খোঁজে পরিযায়ী মায়ের লড়াই দেখাবে এবার বেহালার বরিশাল ক্লাব। সমস্ত থিম ভাবনা ও রূপায়নের দায়িত্বে আছেন শিল্পী রিন্টু দাস।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে প্রখর রৌদ্র উপেক্ষা করে খিদে পেটে হেঁটে চলেছেন পরিযায়ী মা খাবার জল এবং ত্রাণের সন্ধানে। সন্তানের মুখে খাবার তুলে দিতে তার এই জীবনসংগ্রাম। প্রতিমার বৈশিষ্ট্য হলো কার্তিককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন দেবী দুর্গা। পাশে পরিযায়ীদের সন্তানের আদরের ছোটমেয়ে সরস্বতী, লক্ষী। তাদের কোলে বাহন রাজহাঁস ও পেঁচা। পটচিত্রের আদলে গনেশকে দেখানো হয়েছে। প্রতিমার হাতে এখানে কোনো অস্ত্র নেই। মহিষাসুর নেই। দশ হাতে রয়েছে ত্রাণের থালা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের এই লং মার্চ এবারে প্রবল ভাবে জনমানসে ছাপ ফেলেছে। অনেকেই নিজের চোখে এই পরিযায়ী শ্রমিকদের যাত্রা প্রত্যক্ষ ও করেছেন। তাদের এই প্রাণান্তকর সংগ্রামের চিত্রই তাই এবার এই ক্লাবের থিম । প্রতিমা তৈরি করেছেন কৃষ্ণনগরের শিল্পী পল্লব ভৌমিক।

Share.
Leave A Reply

Exit mobile version