শেয়ার বাজারে নিয়মিত লাভ করতে যোগাযোগ
মৈনাক শর্মা 8759689108 (Call and WhatsApp)

টানা তৃতীয় দিনের জন্য ইতিবাচক সাড়া শেয়ার বাজারে। একদিনে ৭৪০ বাড়ে বি এস ই sensex (৫৮,৬৮৩.৯৯)। অন্যদিকে Nifty fifty বাড়ে ১৮৩ পয়েন্ট (১৭,৪৯৮.৩০)। মার্কেটের অধিক লভ্যাংশ দেখা যায় অটো মোবাইল,এই টি, ব্যাংক, ক্যাপিটাল গুডস গুলিতে।

বাজাজ ফাইন্যান্স, HDFC Life, টাটা কনজ্যুমার এবং হিরো মোটর সারাদিনে উপর দিকেই বন্ধ হয়। লোকসান হয়েছে ONGC, Hindalco, JSW স্টীল, আই টি সি মতোন স্টোক গুলিতে। বি এস ই অটো আইটি ব্যাংক বাড়ে ১ শতাংশ। মেটাল ইনডেক্স বাড়ে ৩ শতাংশ। মোট ১০০ টি স্টক তার এক বছরের বেশি দামে র ঘরে পৌঁছায়, যায় মধ্যে রয়েছে SRF, intellect Design Arena, আদানি এন্টারপ্রাইজ ও ডেল্টা করপ।

মার্কেট উপরে যাওয়ার প্রধান কারণ হলো তুরস্কে রাশিয়া ইউক্রেন সরকারের শান্তি আলোচনা। তার ফলে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে কমেছে বিক্রির প্রবণতা। ইন্ডিয়া ভিক্স এ অস্থিরতার মাত্রা আজ ২০.৬১, মানে ৩.২৪ শতাংশ কমে যায়।

তবে Nifty যদি ১৭৩৮৭ থেকে ২৭৩৪৩ নীচে নেমে আসে তবে আবারও নিচেই যেতে পারে সূচক। আবার গতকাল যদি উপড়ে উঠে আসে তবে Nifty ঘোরা ফেরা করতে পারে ১৭,২৫০ -১৭,৭০০ থেকে ১৭০০০ – ১৭৫০০ র ঘরে।

সুইং ট্রেডিংয়ের জন্যে কালকে নজরে থাকবে বাজাজ ফাইন্যান্স এন্ট্রি ৭২৫৫ থেকে ৭২৬০ এর মধ্যে। স্টপ লস হবে ৭০০০। ধরে রাখতে হবে টাটা কেমিক্যাল কে ।

Share.
Leave A Reply

Exit mobile version