কলকাতা ব্যুরো: কোঝিকোর বিমান দুর্ঘটনায় অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এলো এ রাজ্যের ছেলে অভিক বিশ্বাস। ওই বিমানের ক্রু অভিক শুক্রবার রাতে দুর্ঘটনার পরেই কোন্নগরের বাড়িতে ফোন করে বলেন, ‘চিন্তা নেই। বলে আছি।’

তখনও বাড়ির লোক জানে না কি ঘটেছে কেরালায়। পরে টিভি দেখে প্রাণ ওড়ার জোগাড় পরিবারের। যদিও তার আগেই ফোন করে অভিক জানানোয় কিছুটা স্বস্তি মিলেছে। বিমানের একেবারে পিছনে সিট বেল্ট বেঁধে বসে থাকায় বেঁচে ফিরেছেন তিনি। শুধু তাই-ই নয়, ওই অবস্থায় শুধু উপস্থিত বুদ্ধির জোরে প্রায় ৩০ জন আহত যাত্রীকে পিছনে দরজা খুলে টেনে নামিয়েছেন তিনি।

ছেলের এই কাজে গর্বিত বাবা-মা। বাবা অজয় বিশ্বাস জানান, অভিক দূর্ঘটনার পর তার কর্তব্য হিসেবে আহত যাত্রীদের উদ্ধার করেছে। তার মা ভারতী বিশ্বাস জানিয়েছেন, দূর্ঘটনার পরে সে বাড়ীতে ফোন করে জানায় সে ভালো আছে বলে। এখন বাবা-মায়ের প্রতীক্ষা কবে বাড়ি আসবে ছেলে।

কেরালার কোঝিকোড়ে দূর্ঘটনাগ্ৰস্থ এয়ার ইন্ডিয়ান এক্সপ্রেস-বিমানের কেবিন ক্রু হিসেবে ছিলেন হুগলির কোন্নগরের বাসিন্দা অভিক বিশ্বাস। তবে তার আঘাত খুব সামান্য। প্রাথমিক চিকিৎসার পর তিনি কোঝিকোরে তাঁর ফ্ল্যাটে চলে যান।

kojhikor flight crash cabin crue avik biswas family situation
Share.
Leave A Reply

Exit mobile version