কলকাতা ব্যুরো : ৬৭ মিনিটে জয়সূচক গোলটি অবশেষে এলো মোহনবাগানের। গোলদাতা ফিজির ফুটবলার রয় কৃষ্ণা। উদ্বোধনী ম্যাচে জয় পেয়ে খুশী মোহনবাগান সমর্থকরা। কেরালা ব্লাস্টার্স কে হারালো বটে কিন্তু ভালো ফুটবল উপহার দিতে পারল না সমর্থকদের।

এই কোভিড পরিস্থিতিতে কোনো দলই ভালো করে প্র্যাকটিস করতে পারিনি। তাছাড়া টুর্নামেন্টের প্রথম খেলা। ছন্দ ফিরে পেতে সময় লাগবে মোহনবাগানের। তবে কাজের কাজটা করে দিয়েছেন এই ডাকসাইটে ফুটবলার। এক গোলে মোহনবাগানকে জিতিয়ে তিন পয়েন্টে এনে দিলেন তিনি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের একমাত্র গোলটি আসে তার পা থেকেই। পরিবর্তিত ফুটবলার মন্দিরের পাশ থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন কৃষ্ণা। কিন্তু প্রথম থেকেই মোহনবাগান ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল। মিস তো ছিলই। এছাড়াও একটি সুযোগ রয় কৃষ্ণা প্রথমার্ধেই হাতছাড়া করেছিলেন। তাই জিতেও মন ভরল না সবুজ মেরুন সমর্থকদের। আজকে জয়ের ব্যবধান বাড়ার কথা ছিল। কিন্তু শেষমেশ তা হলো না।

এর পরের ম্যাচ ডার্বি। ইস্টবেঙ্গল এর মুখোমুখি হবে মোহনবাগান। তার আগে অন্তত মনোবল টা বেড়ে থাকলো। ব্যাস এইটুকুই আজকের পাওনা।

Share.

Comments are closed.

Exit mobile version