কলকাতা ব্যুরো: মহা পঞ্চমীর দিনে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলা পুরোহিত সম্মেলন। পুরোহিত সম্মেলন এর ফাঁকেই আয়োজকরা যে সমস্ত পুরোহিত সরকারের ভাতা এখনও পাননি বা আবেদন করতে পারেননি তাঁদের নাম নথিভুক্ত করে যাওয়ার আহ্বান জানান এই উপলক্ষে হলের বাইরে পৃথক কাউন্টার তৈরি করা হয়।

রসিক এক পুরোহিতের বক্তব্য, একেই বলে রথ দেখা, আর কলা বেচা। একদিকে পুরোহিত সম্মেলন হলো, অন্যদিকে যারা ভাতা পাননি, তাদের ক্ষোভ দূর করতে ডেকে এনে আবেদন করার ব্যবস্থাও ঠিকঠাক হয়ে গেল।

এদিন জেলার প্রায় ষোলোশো পুরোহিতের উপস্থিতিতে আসানসোল পুরনিগমের বোর্ড অফ এডমিনিস্টেটর জিতেন্দ্র তেওয়ারি বলেন, পুরোহিতরা সমাজের সম্মানিত ব্যক্তি। ওনাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। তিনি পুরোহিতদের নাম নথিভুক্তি ক রানোর জন্য আবেদন জানান।

এই সম্মেলনে পুরোহিতদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুভদ্রা বাউড়ি, এ, ডি, এ এর চেয়ারম্যান তাপস ব্যানার্জী প্রমুখ। হলের ভিতরে জমায়েত দেখে বোঝার উপায় ছিল না যে করোনা আবহে আনলক পড়বে এখন একসঙ্গে ১০০ জনের বেশি কোথাও জমায়েত করার আইনত সুযোগ নেই। সোশ্যাল ডিসটেন্স দূরে থাক বহু মানুষের মুখে ছিল না মাস্কও।

Share.
Leave A Reply

Exit mobile version