কলকাতা ব্যুরো: অবশেষে কোরোনার বিধি নিষেধ মেনেই দুর্গোউৎসবে মাতলো শিল্পাঞ্চলবাসী l আসানসোল- দুর্গাপুর এর মত শহরের পাশাপাশি, পুজোর আয়োজনে পিছিয়ে নেই প্রতিবেশী জেলা পুরুলিয়া। সেখানেও দুর্গা পুজো চলছে ধুমধাম করে। কলকাতা লাগোয়া জেলাগুলিতে যে পরিমাণ কড়া কড়ি, এতটা অবশ্য নেই দূরের জেলাগুলিতে। তবে তার মধ্যেও উদ্যোক্তারা আদালতের নির্দেশ মাথায় রেখেই দর্শকদের সতর্ক করছেন। যদিও একদিকে করোনা আবহে ভিড় করায় সংযত মনোভাব আর তাকে ছাপিয়ে রাজ্যের মহোৎসবে আবেগে গা ভাসানো- চলছে এই দুইয়ের সহাবস্থান।

বেশির ভাগ মানুষ চেষ্টা করেছেন দূরের প্রতিমা দর্শন দিনে দিনে সেরে ফেলার l করোনা আবহে বাজেট কম হলেও বেশ কিছু পূজা কমিটি তারই মাঝে তাদের নিজ নিজ স্বাতন্ত্রতা বজায় রেখেছেন l আসানসোলের আপকার গার্ডেন্স পূজা কমিটি, কল্যাণপুর আদি পূজা, কে সেক্টর, স্কিম 2, রাধানগর রোড পুজো কমিটি, রানিগঞ্জের রেলওয়ে ময়দান, শিশু বাগান পুজো কমিটি, দুর্গাপুরের মার্কনি, ফুলঝোড়, বৌদ্ধ বিহার, অগ্রণী, উর্বশী অন্যতম l

শুধু নিজের জেলা নয়, সংলগ্ন জেলা পুরুলিয়ার নিতুড়িয়া বিন্দেশ্বরী কোলিয়ারি দুর্গোৎসব ও ভামোরিয়া বানেশ্বর দূর্গা পুজোর মণ্ডপ ও প্রতিমা আশেপাশের জেলার মানুষকে দীর্ঘ কয়েক বছর বিশেষ ভাবে আকর্ষিত করছে l ভামোরিয়ার ১১ বছরের এবারের কম বাজেটের পুজোয় প্রতিমা ও মণ্ডপ সজ্জার রূপকার শিল্পী রিন্টু দাস তার ভাবনা ও উপস্থাপনায় বিজ্ঞান ভিত্তিক চমক সকলের প্রশংসা অর্জন করেছে l নিতুড়িয়ার মণ্ডপ ও প্রতিমা এই বছর করোনা আবহে তাদের আগের ঐতিহ্য ধরে রেখেছে l

আসানসোলের রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব, রবীন্দ্র নগর উন্নয়ন সমিতি ও কোর্ট পুজো কমিটির সরকারী বিধি মেনে মণ্ডপ অনেক খানি জৌলস হীন হলেও তাদের মৃন্ময়ী মূর্তির চিন্ময়ী রূপ দর্শককের হৃদয়গ্রাহী হয়েছে l কল্যাণপুর স্কিম টু তাদের পুজোর পাশাপাশি পুজো হয়ে যাওয়ার পর মাঠটি নিজেরাই পরিষ্কার করার উদ্যোগী হয়েছেন বলে জানালেন পরিবেশবিদ ও কবি জয়া মিত্র l রানিগঞ্জের রেলওয়ে ময়দান দূর্গা কমিটির স্থানীয় শিল্পীদের তৈরী করোনা বিষয়ক মণ্ডপ এ বছর সমাজ সচেতনতার দাবী রাখে l

দুর্গাপুরের দুর্গোউৎসবে প্রতি বছর স্থানীয় দর্শনার্থী ছাড়াও বহিরাগত ভিড় হয় বেশী l তবে করোনা জন্য এই ভিড় রাতের বদলে দিনে স্থানান্তরিও হয়েছে লাগছে l করোনার জন্য এ বছর দুর্গাপুরে অগ্রণীর দূর্গা পুজোর মেলা বন্ধ l করোনার সরকারী বিধি নিষেধ মান্যতার ক্ষেত্রে পুলিশি উদ্যোগ, পুজো কমিটি গুলিসহ সর্বোপরি দর্শকদের সহযোগিতায় অষ্টমী ছিলো উৎসবমুখ l

Share.
Leave A Reply

Exit mobile version