কলকাতা ব্যুরো: ৭৫ তম স্বাধীনতা দিবসে প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতের মোমের মূর্তি উন্মোচন করলেন শিল্পী সুশান্ত রায়। এদিন আসানসোলের মহিশীলার শিশ মহলে ১০ নম্বর বেঙ্গল এনসিসির কম্যান্ডার অমিত গনেশ বিপিন রাওয়াতের মোমের মূর্তির শুভ উদ্বোধন করেন। মোমের মূর্তি তৈরির জন্য সুশান্তের ওয়াক্স মিউজিয়াম ও শিশ মহল ইতিমধ্যেই যথেষ্ট সমাদৃত। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কার্গিল যুদ্ধের প্রতিবন্ধী সেনা সহ বেশ কয়েক জন প্রাক্তন সেনাও উপস্থিত ছিলেন।

ইতিমধ্যেই শিল্পী সুশান্ত রায়ের সংগ্রহশালায় রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মারাদোনা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অভিনেতা অমিতাভ বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুশান্ত সিং রাজপুত-সহ নানা বিখ্যাত ব্যক্তির মূর্তি। সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে তাঁকে তা উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্তবাবু। পাশাপাশি, কলকাতার একটি বেসরকারি সংগ্রহশালায় সুশান্তবাবুর তৈরি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে। এবার নতুন সংযোজিত হলো সেনাধ্যক্ষের মূর্তি।

প্রসঙ্গত, তামিলনাড়ুর কুন্নুরে ভারতীয় বায়ুসেনার এম-১৭ হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সেই দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১১ জন সেনা কর্মী মারা যান।

Share.
Leave A Reply

Exit mobile version