কলকাতা ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার দ্বীপাঞ্চল গোসাবার রাধানগর এলাকা থেকে অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম মুছা আলি মোল্লা। তার কাছ থেকে নয়টি রাইফেল, ৬ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, স্থানীয় দুষ্কৃতীদের সরবরাহের উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্র গুলি সংগ্রহ করছিল ওই ব্যক্তি। অস্ত্রের ওই জাল কতদূর পর্যন্ত বিস্তৃত তাই জানার চেষ্টা করছে পুলিশ। সেগুলি কোত্থেকে আনা হতো, কোথায় কোথায়ই বা তা পাঠানো হতো, কাদের কাছে পাঠানো হতো, তা জানার চেষ্টা চলছে।
অস্ত্র কিংবা বোমা তৈরির অন্যতম একটি ঘাঁটি হিসেবে বদনাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার। যে কারণে বছরের অন্যান্য সময় ছাড়াও বিশেষত ভোটের আগে ওই জেলায় জোরদার অভিযান চালানো হয় অস্ত্র উদ্ধারে। সাম্প্রতিক অতীতেও জেলার বিভিন্ন এলাকা থেকেও উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। কি উদ্দেশে গোসাবার ওই এলাকায় অস্ত্রগুলি মজুত করা হচ্ছিল, সে সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পেতে চাইছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version