কলকাতা ব্যুরো: আদালতে জোড়া স্বস্তি রিপাবলিক টিভি এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর। মহারাষ্ট্র বিধানসভার তথ্য প্রকাশ মামলায় তাকে এখনই গ্রেপ্তার করা যাবে না বলে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি শরোদ অরবিন্দ বো বদের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
একইসঙ্গে সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র বিধানসভার সেক্রেটারির বিরুদ্ধে নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছে। আদালত এর প্রশ্ন, যে মামলায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে, সেই মামলায় কেন নোটিশ ধরানো হয়নি।
একই সঙ্গে রায়গর যে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এখন ১৪ দিনের জেল হেফাজত হয়েছে রিপাবলিক টিভি এডিটর ইন চিফ এর, সেই মামলাতেও মহারাষ্ট্র পুলিশ আদালতের প্রশ্নের মুখে পড়েছে। রায়গর নিম্ন আদালত তার রায়ে জানিয়ে দিয়েছে, যে মামলায় পুলিশ অর্ণব গোস্বামীকে অভিযুক্ত করেছে, তাতে তার অভিযুক্ত হওয়ার তেমন তথ্য প্রমাণ নেই। এই মামলাতে গ্রেপ্তারির দিনেই পুলিশকে ওই আদালত ভৎসনা করেছিল। পুলিশ সেদিনই অর্ণব গোস্বামীকে তাদের হেফাজতে চেয়েছিল। কিন্তু আদালতের প্রশ্ন ছিল, এই একই মামলায় এই অভিযুক্তকে এর আগে এই পুলিশ ক্লিন চিট দিয়েছিল। তাহলে এখন আবার কেন তাকে হেফাজতে নিতে চায়? এরপরই তাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেয়।

Share.
Leave A Reply

Exit mobile version