কলকাতা ব্যুরো: নিজেদের হেফাজতে পাওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোলের বিশেষ আদালত চত্বর থেকে সিবিআই বৃহস্পতিবার সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ গাড়িতে রওনা দিয়েছিল। বিস্তর যানজট পেরিয়ে প্রায় সাড়ে সাত ঘণ্টা পর অনুব্রতকে নিয়ে সেই গাড়ি কলকাতার নিজাম প্যালেসে পৌঁছল যখন, তখন গভীর রাত। ঘড়ির কাঁটায় তখন প্রায় পৌনে তিনটে। পথে যানজটে ৫০ মিনিট আটকে ছিল সিবিআইয়ের গাড়ি।

কলকাতায় আসার পথে রাত সাড়ে ১১টা নাগাদ হুগলির ধনেখালিতে যানজটে আটকে যায় সিবিআইয়ের গাড়ি। যানজটে আটকে থাকার সময় সংবাদিকরা অনুব্রতের গ্রেফতারি নিয়ে তাঁকে নানা প্রশ্ন করতে থাকেন। সে সব প্রশ্নের কোনও উত্তর না দিয়ে সামনের দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন অনুব্রত। কখনও তোয়ালে দিয়ে মুখ মোছেন, জল খান, হাই তোলেন, মাথা এলিয়ে দেন গাড়ির সিটে।

রাত আড়াইটে নাগাদ নবান্নের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতু পার হয় সিবিআইয়ের কনভয়। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তখন ক্লান্ত। অবসন্ন হয়ে গাড়িতেই ঘুমে ঢলে পড়েছেন।

রাত ২টো ৪৩ মিনিট নাগাদ অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছয় সিবিআইয়ের গাড়ি। গাড়ি থেকে নেমে হেঁটেই সিবিআই অফিসে ঢোকেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version