কলকাতা ব্যুরো : এক টি ভি চ্যানেল কে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন সিনেমা ও নাট্য ব্যাক্তিত্ব অনির্বাণ ভট্টাচার্য। সব কিছু চালু হয়ে গেলো সরকার বাহাদুর কেন থিযেটার চালু করতে উদাসীন সে কথা তার বোধগম্য হচ্ছে না বলে জানান অনির্বাণ। সম্প্রতি হইচই টিভিতে তার বোমকেশ ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার পর থেকেই তিনি সিনেমা জগৎ এ এক বিপুল আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি তার ছবি ‘ দুই পুরুষ ‘ ও হিট।

কিন্তু থিযেটার কেন খুলছে না এই নিয়ে মুখ খুলেছেন অনির্বাণ। তার মতে সব কিছু শুরু হয়ে গেছে। রেস্টুরেন্ট খুলেছে, বিমান চলছে, সিনেমার শুটিং আরম্ভ হয়েছে। কিন্তু থিয়েটার কর্মীরাই শুধু বাড়িতে বসে আছেন। থিযেটার কোনও লাভজনক সংস্থা নয়। সরকারের অর্থ ও আসে না নাটক থেকে। তাই সরকার এই বিষযে উদাসীন। এমন কি তার কিছু বন্ধু রাস্তায় যখন নাটক করতে যাচ্ছেন তখন পুলিশ এসে নাটক বন্ধ করে দিচ্ছে বলেও তার অভিযোগ। যদিও যারা নাটক করছিলেন তারা সামাজিক দুরত্ব বিধি মেনেই নাটক করছিলেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

তিনি আরো জানান, সরকার ইচ্ছা করলেই মাস্ক পরে , হল সানিটাইজ করে দুরত্ব বিধি মেনে থিয়েটের চালু করতে পারে । কিন্তু নাট্য দলগুলির কথায় কর্ণপাত করার মত সময় নেই সরকারের।

Share.
Leave A Reply

Exit mobile version