কলকাতা ব্যুরো: অ্যানাকন্ডার সংখ্যা বাড়ছে কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। দু’বছর আগে চেন্নাই থেকে কয়েকটি আনাকোন্ডা আনা হয়েছিল। তাদের পরিচর্যার পর শনিবার নটি নতুন অ্যানাকোন্ডার জন্ম হয়েছে। আলিপুর চিড়িয়াখানা কর্তাদের দাবি, এখন কুড়িটি অ্যানাকন্ডা রয়েছে আলিপুরে, যা অন্য যেকোন চিড়িয়াখানা থেকে বেশি হওয়ার সম্ভাবনা।


এক থেকে দেড় ফুট লম্বা নতুন নটি অ্যানাকন্ডা আগামী কয়েকদিন নির্দিষ্ট তাপমাত্রায় রেখে বড় করার পর তাদের সাদা ইঁদুর খাওয়ানো হবে। তারপরেই তাদের নিজস্ব ঘরে ছেড়ে দেওয়া হবে।


আগামী দিনে আরও কয়েকটি নতুন অ্যানাকন্ডা আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে চিড়িয়াখানার কর্তারা জানিয়েছেন।
এখন করোনা এবং লকডাউনের আবহে মানুষের ভিড় ঠেকাতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ রয়েছে চিড়িয়াখানা। কর্তাদের উপলব্ধি, হরিন, জিরাফ,বাঘের মত যে কোন প্রাণী নিরিবিলিতে থাকতে পছন্দ করে। তাই চিড়িয়াখানায় সেই সব প্রাণী নিশ্চিন্তেই ভালো রয়েছে। সেখানে একমাত্র ব্যতিক্রম শিম্পাঞ্জি বাবু। সে সব সময় লোকজনের মধ্যে থাকতে পছন্দ করে। কিন্তু এখন লোকজনের ভিড় না থাকায় সে মনমরা হয়ে বসে থাকে। তাই তার মন চাঙ্গা করতে, মাঝে মাঝেই চিড়িয়াখানা কর্মীরা গিয়ে তাকে হাততালি দিয়ে, কথা বলে চাঙ্গা রাখার চেষ্টা করেন।

Share.
Leave A Reply

Exit mobile version