কলকাতা ব্যুরো: হাইকোর্টের গুঁতোর পর এবার আম্পানে ক্ষতিগ্রস্তদের বকেয়া ক্ষতিপূরণ সাত দিনে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রশাসনিক ভিডিও বৈঠকে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন দ্রুত ওই টাকা মেটাতে। অন্যদিকে আম্পানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সাহায্য পাননি এই অভিযোগে দায়ের মামলায় সোমবার বেশ কিছু নির্দেশ দেয় হাইকোর্ট। সেসব নির্দেশ কার্যকর করতে হবে সরকারকে।

এদিন দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম – জেলার কাজের খতিয়ান নিতে নবান্ন থেকে ভিডিও বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, করোনার অজুহাত দেখিয়ে অন্য কাজ বন্ধ করা যাবে না।ঘূর্ণিঝড়ে অনেক ক্ষতি হয়েছে নতুন করে আরো যেন ক্ষতি না হয় তা দেখতে হবে। কৃষক বন্ধু প্রকল্প থেকে যেন কেউ বঞ্চিত না হয় তা দেখতে হবে। এই প্রকল্পে ১২ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড আপাতত দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আগামী কয়েকদিনে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা উল্লেখ করে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন ‘প্রাকৃতিক দুর্যোগের জন্য প্লাবনের আশঙ্কা আছে। বৃষ্টিতে চাষের জমিতে জল জমেছে যার কারনে শস্য নষ্ট হয়ে যেতে পারে। অবসর রাস্তার হাসল খারাপ হলে তা দ্রুত মেরামত করতে হবে। একইসঙ্গে হাসপাতালগুলিতে বৃষ্টির জল ঢুকে যাতে সমস্যা না হয় তা দেখতে পুলিশ ও বিডিওদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version