কলকাতা ব্যুরো; গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। পুজোর আগে সংক্রমণ বাড়ায় আজ জরুরি বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি মোকাবিলায় তিনি জেলাগুলোর সঙ্গে বৈঠক করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বৈঠকে উপস্থিত থাকবেন জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলার স্বাস্থ্য আধিকারিকরা।

রবিবার রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৬৪ জনের। এই পরিস্থিতিতে পুজো এবং করোনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা আরো কিভাবে নেওয়া যায় তা নিয়ে বৈঠক করছেন মুখ্যসচিব।

Share.
Leave A Reply

Exit mobile version