কলকাতা ব্যুরো: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিকিমে চিনের সীমান্তে সফরের মধ্যেই মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রবিবার তিনি একটি বক্তব্য ইস্যু করে চিন কে সতর্ক করে বলেছেন, ভারত কোন হুঁশিয়ারি এলেই লড়াই করবে এবং লড়াই করবে সবার আরও ভালোর জন্য। নিজের জন্য নয়।
এদিন দুপুরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিকিমে সেনাবাহিনীর সঙ্গে দেখা করেন। সেখানে তিনি বৈঠক করেন চীন সীমান্ত প্রহরায় থাকা কর্তাদের সঙ্গে। তার পরেই রাজনাথ সিং বলেন, আমরা নিশ্চিত, ভারতীয় সেনা কাউকেই রেয়াত করবে না। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দেবে না। তার সেই বক্তব্য যে চিনকে লক্ষ্য রেখেই, তা বলায় বাহুল্য।


এদিন সিকিমের নাথুলা য় সেনাবাহিনীর অস্ত্র পুজোয় যোগদান প্রতিরক্ষামন্ত্রী। সেখানে কিভাবে সেনাবাহিনী রয়েছে তাও খোঁজ খবর নিয়ে দেখেন।

Share.
Leave A Reply

Exit mobile version