কলকাতা ব্যুরো: ১৫ বছর সময় ধরে কুলটির বিধায়ক ছিলেন তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায়।কিন্তু এই ১৫ বছরে সাধারণ মানুষের জন্য তিনি উন্নয়ন করেননি। মানুষকে আজও ভাঙা বাড়িতেই থাকতে হয়। ভোট প্রচারে বেরিয়ে এমন কথাই বাসিন্দাদের মুখে শুনলেন কুলটির বিজেপি প্রার্থী অজয় পোদ্দার।


শুক্রবার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটির ডুবুরডি গ্রামে নিজের ভোট প্রচার করেন অজয় পোদ্দার। তিনি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বহু বাসিন্দাই তাকে জানালেন, সরকারি বাড়ি পাননি তারা। কার্যত ভাঙা বাড়িতে থাকতে হচ্ছে বাসিন্দাদের। সেই ক্ষোভের কথা শুনে অজয় পোদ্দার জানান, ২০২২ সালের মধ্যে মোদিজীর যে স্বপ্ন আছে, সবার জন্য বাড়ি, সবার শৌচাগার, সেই স্বপ্ন পুরো করব। জয়ের বিষয়ে নিশ্চিত অজয় পোদ্দার জানান, গ্রামে ঢূকতেই মানুষজন বলছেন আপনি জিতে গেছেন। গোটা রাজ্যেই এখন পরিবর্তনের সুনামী চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version